বিশ্বের সর্ববৃহৎ চাল রপ্তানিকারক ভারত। বিশ্বজুড়ে খাদ্যপণ্যটি মোট সরবরাহের অর্ধেকের বেশি করে দেশটি। গত বৃহস্পতিবার (২০ জুলাই) চালের রপ্তানিতে নিষেধাজ্ঞা আরোপ করেছে তারা।
এতে এশিয়াব্যাপী ভোগ্যপণ্যটির ব্যবসা-বাণিজ্য নিশ্চল হয়ে পড়েছে। এ প্রেক্ষাপটে বিশিষ্ট তিন ব্যবসায়ী বলেছেন, আগামী দিনগুলোতে চালের দাম আরও বাড়বে।
বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে বিজনেস রেকর্ডারের এক প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে। এতে বলা হয়, বিশ্বব্যাপী মোট চাল রপ্তানির ৪০ শতাংশই করে ভারত। এল নিনো আবহাওয়ার প্রভাবে চলতি বছর দেশটিতে ধান উৎপাদন ব্যাহত হয়েছে।
ফলে চালের দাম বেড়ে বিগত ৫ বছরের মধ্যে সর্বোচ্চে উঠেছে। মূলত তাতে লাগাম টানতে এবং অভ্যন্তরে সরবরাহ স্বাভাবিক রাখতে রপ্তানি নিষিদ্ধ করেছে কেন্দ্রীয় সরকার।
ইন্টারন্যাশনাল ট্রেডিং কোম্পানির সিঙ্গাপুরভিত্তিক এক ব্যবসায়ী বলেন, রপ্তানি বাজারে চালের মূল্য আরও বাড়তে যাচ্ছে। আমরা আশা করছি, প্রতি মেট্রিক টনের দাম কমপক্ষে ৫০ ডলার বাড়তে পারে। আর সর্বোচ্চ ১০০ ডলারও বৃদ্ধি পেতে পারে।