Monday, 17 November, 2025

বিএসএ’র সভাপতি হলেন এসিআই (ACI) গ্রপের চেয়ারম্যান এম.আনিস উদ্ দৌলা


Seed Association

বাংলাদেশ বীজ ব্যবসায়ীদের একমাত্র সংগঠন ‘বাংলাদেশ সীড এসোসিয়েশন (বিএসএ)’ এর সভাপতি নির্বাচিত হয়েছেন এসিআই গ্রপের চেয়ারম্যান এম.আনিস উদ্ দৌলা।

মঙ্গলবার, (২৮ ডিসেম্বর) এসিআই সেন্টারে এসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা শেষে বিশ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটির নাম ঘোষণা করা হয়। কমিটিতে সভাপতি হিসেবে তৃতীয়বারের মতো নির্বাচিত হন এসিআই গ্রপের চেয়ারম্যান এম.আনিস উদ্ দৌলা।

বিশ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটির সিনিয়র সহ-সভাপতি, কৃষিবিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ড. মো. আলী আফজাল এবং সাধারণ সম্পাদক হিসেবে সুপ্রিম সীড কোম্পানী লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক এ এইচ এম হুমায়ুন কবীর কার্যনির্বাহী কমিটির পক্ষে আগামী দুই বছরের জন্য দায়িত্বভার গ্রহণ করেন।

আরো পড়ুন
ঘুরে দাঁড়াচ্ছে বাংলাদেশের চিংড়ি রপ্তানি: সংকটের পর আশা!

টানা দুই বছর নিম্নমুখী থাকার পর অবশেষে দেশের হিমায়িত চিংড়ি রপ্তানি ইতিবাচক ধারায় ফিরতে শুরু করেছে। একসময় প্রায় খাদের কিনারায় Read more

পেঁয়াজের বাজারে ফের অস্থিরতা: সপ্তাহেই দাম বাড়লো ২০-২৫ টাকা
পেঁয়াজের দামে হঠাৎ মৌসুম শেষের অস্থিরতা

চলতি বছর দেশীয় পেঁয়াজ প্রায় পুরোটা সময়ই বাজারের চাহিদা মিটিয়েছে। তবে প্রতিবারের মতো এবারও পেঁয়াজ মৌসুমের শেষ সময়ে এসে বাজারে Read more

বার্ষিক সাধারণ সভায় সংগঠনের সিনিয়র সহ-সভাপতি ড. মো. আলী আফজাল সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কার্যনির্বাহী কমিটির সদস্য এবং উইন অল হাইটেক বাংলাদেশ লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ড. এস বি নাসিম।

বক্তব্য রাখেন সংগঠনের প্রাক্তন সভাপতি সুপ্রিম সীড কোম্পানী লিমিটেড এর চেয়ারম্যান প্রাজ্ঞ কৃষিবিদ মোহাম্মদ মাসুম, প্রাক্তন কৃষি সচিব ও সংগঠনের সম্মানিত উপদেষ্টা আনোয়ার ফারুক, এসিআই এগ্রিবিজনেসেস এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ড. এফ এইচ আনসারী।

0 comments on “বিএসএ’র সভাপতি হলেন এসিআই (ACI) গ্রপের চেয়ারম্যান এম.আনিস উদ্ দৌলা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ