ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) নৈশ বিদ্যালয়ের শিশু এবং দুস্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
সোমবার সন্ধ্যা ৬ টায় বিশ্ববিদ্যালয়ের কে.আর.মার্কেটে শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল ছাত্রলীগের সভাপতি তাজরিন আক্তার কথার পক্ষ থেকে ওই বিতরণ কর্মসূচি পালন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. এ. কে. এম. জাকির হোসেন, প্রক্টর অধ্যাপক ড. আজহারুল হক, সহযোগী ছাত্রবিষয়ক উপদেষ্টা ড. মো. আজহারুল ইসলাম, বাকৃবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক মিয়া মোহাম্মদ রুবেলসহ ছাত্রলীগের অন্যান্য নেতাকর্মীরা।