Friday, 17 October, 2025

বাকৃবিতে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবিতে মানববন্ধন


অবিলম্বে ক্যাম্পাসে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম চালুর রোডম্যাপ ঘোষণা, স্বাস্থ্যবিধি মেনে স্বশরীরে ক্লাস-পরীক্ষা চালু ও দ্রুততম সময়ে শিক্ষার্থীদের ভ্যাকসিন নিশ্চিতকরণের দাবিতে মানববন্ধন করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষার্থীরা।

বুধবার (২৬ মে) সকালে বিশ্ববিদ্যালয়ের জব্বারের মোড়ে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘ ১৪ মাসের অধিক সময় স্বাভাবিক শিক্ষা কার্যক্রম বন্ধ রয়েছে। স্বাভাবিক শিক্ষা কার্যক্রম কবে চালু হবে সে বিষয়ে এখন পর্যন্ত কোন সুনির্দিষ্ট নির্দেশনা আমাদের দেওয়া হয়নি। শিক্ষার্থীদের অর্থনৈতিক সংকট, দূর্বল নেটওয়ার্ক সংযোগ, উপযুক্ত ডিভাইস ক্রয়ের সক্ষমতা না থাকলেও শিক্ষার্থীরা সেশনজটের আশংকায় অনলাইন ক্লাসে অংশগ্রহণ করেছেন। অদক্ষতা, সৃজনশীলতার অভাব, মানসিক চাপ নানা কারনেই এই ডিজিটাল শিক্ষন পদ্ধতি তেমন কার্যকর হয়নি।

আরো পড়ুন
কৃষিতে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI): ভবিষ্যতের সম্ভাবনা
কৃষিতে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI): ভবিষ্যতের সম্ভাবনা

কৃষিপ্রধান বাংলাদেশে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা এবং কৃষকদের জীবনযাত্রার মান উন্নয়ন একটি প্রধান চ্যালেঞ্জ। জলবায়ু পরিবর্তন, জনসংখ্যা বৃদ্ধি এবং আবাদি Read more

১ লাখ ৩০ হাজার টন সার কিনছে সরকার, মোট ব্যয় ৭২২ কোটি টাকা
এক লাখ ৩০ হাজার টন সার কিনবে সরকার

সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির অনুমোদন সাপেক্ষে রাষ্ট্রীয় চুক্তিতে কানাডা, মরক্কো এবং উন্মুক্ত পদ্ধতির মাধ্যমে সৌদি আরব ও কাফকো Read more

বক্তারা আরও বলেন, গত বছরে লকডাউন শিথীল করে কলকারখানা, গণপরিবহন, সামাজিক অনুষ্ঠান, নির্বাচন অনুষ্ঠিত হলেও শিক্ষাপ্রতিষ্ঠান চালু করার ক্ষেত্রে সরকারের কোন সুনির্দিষ্ট পরিকল্পনা আমরা পাইনি। নানা অজুহাতে শিক্ষা কার্যক্রম স্থগিত করে রাখা হয়েছে। এতে লাখো শিক্ষার্থীর শিক্ষাজীবন বিপন্ন হয়ে পড়েছেন। হাটবাজার, দোকানপাট, গার্মেন্টস, কলকারখানা, অফিস-আদালত সবকিছু চলতে পারলে স্বাস্থ্যবিধি মেনে বিশ্ববিদ্যালয়েও শিক্ষা কার্যক্রম চালু করা সম্ভব। আবাসিক হলগুলো খুলে দিয়ে স্বশরীরে ক্লাস-পরীক্ষার ব্যবস্থা করার দাবি জানান তারা।

0 comments on “বাকৃবিতে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবিতে মানববন্ধন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ