মঙ্গলবার (১৯ জানুয়ারি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরকৃবি) সাবেক সিন্ডিকেট সদস্য, কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি)-এর সাবেক মহাসচিব, বগুড়া-১ আসনের সাবেক সাংসদ এবং বরেণ্য কৃষিবিদ আব্দুল মান্নানের প্রথম মৃত্যুবার্ষিকী অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষ্যে বাদ যোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এক বিশেষ দোয়ার আয়োজন করা হয়। এতে মরহুমের রূহের মাগফিরাত ও শান্তির পাশাপাশি দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়।
দোয়া অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোঃ গিয়াস উদ্দিন মিয়া, ট্রেজারার অধ্যাপক তোফায়েল আহমেদ, রেজিস্টার মোঃ সিরাজুল ইসলাম সহ অন্যান্য শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।