Thursday, 11 December, 2025

পাটের ভালো ফলনে খুশি চাঁপাইনবাবগঞ্জের চাষিরা


পাটের ভালো ফলনে খুশি চাঁপাইনবাবগঞ্জের চাষিরা। একই সাথে দাম বেশি হওয়ায়। এখন এ জেলায় কাজ চলছে পুরোদমে পাট কেটে নদীতে জাগ দেওয়া ও আঁশ ছড়ানোর। গত বছরের তুলনায় এবার ফলন ও দাম বৃদ্ধি পেয়েছে কৃষকরা বলছেন।

এমন চিত্র দেখা গেছে মঙ্গলবার সকালে। সদর উপজেলার ইসলামপুর, শিবগঞ্জ উপজেলার শ্যামপুর, বাররশিয়া, দুলর্ভপুর ও খাষেরহাট এলাকা ঘুরে দেখা গেছে এসব ।

ভালো দাম পাচ্ছেন চাষিরা

আরো পড়ুন
পাহাড়ে বারি-৪ লাউ চাষে সাফল্য: কাপ্তাইয়ের রাইখালী গবেষণা কেন্দ্রে বাম্পার ফলন
লাউ চাষের বাম্পার ফলন

দীর্ঘ প্রচেষ্টার পর অবশেষে রাঙ্গামাটির কাপ্তাই উপজেলাস্থ রাইখালী পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্র (পিএআরএস) বারি-৪ জাতের লাউ চাষে বড় ধরনের সাফল্য Read more

সামুদ্রিক মৎস্যসম্পদ রক্ষায় সমন্বিত উদ্যোগের আহ্বান: উপদেষ্টা ফরিদা আখতার
সামুদ্রিক মৎস্যসম্পদ রক্ষায় সমন্বিত উদ্যোগের আহ্বান

বাংলাদেশে সামুদ্রিক মৎস্যসম্পদ সংরক্ষণে সকল পক্ষের স্বার্থকে সমন্বিত করে কাজ করার আহ্বান জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। তিনি Read more

পাট চাষি সেলিম আলী সদর উপজেলার ইসলামপুর গ্রামের চাষি। তিনি জানান, এ বছর দেড় বিঘা জমিতে পাট আবাদ করেছিলেন।  ১০ কাঠার পাট কেটে বিক্রি করে দাম পেয়েছেন ১৩ হাজার টাকা।

তিনি আরও জানান যে আরও এক বিঘা জমির পাট কেটে জাগ দিচ্ছেন। এবার পাটের ফলন ও দাম বেশ ভালো হবার কারণে আশা করছেন যে বাকি এক বিঘা জামির পাটে প্রায় ২৫ থেকে ৩০ হাজার টাকা পাবেন। তিন বিঘা পাটচাষে তার ১৫ হাজার টাকা খরচ হয়েছে।

শিবগঞ্জ উপজেলার মুসলিমপুর এলাকার চাষি এরফান ফারুক। তিনি জানান, পাট চাষে খরচ খুবই কম তাই প্রতি বছর পাট চাষ করেন।  ফলন বেশি হওয়ায় তিন বিঘা পাটের সব কর্যক্রম শেষ করতে পারেনি।  দুই বিঘা জমির ২১ মণ পাট বিক্রি করেছি ২৭০০ টাকা মণ দরে।

গোমস্তাপুর উপজেলার চানপুর এলাকার পাটচাষি রুবেল। তিনি ১২ কাঠা পাট চাষ করেছিলেন এ বছর। প্রায় ৫ মণ বিক্রি করেছেন সাড়ে ১২ হাজার টাকায়। পাটখড়ি হয়েছে সাড়ে তিন মণ, বিক্রি করেছেন এক হাজার টাকায়।

কানসাটের এক পাট আড়তদার জানান, গত বছর এরকম সময় পাট কিনেছিলেন ১২০০-১৩০০ টাকা মণ। কিন্তু এবার করছেন ২৫০০-২৭০০ টাকা মণ দরে।  পাটখড়ি ক্রয় দর ছিল ২৫০ থেকে ৩০০ টাকা মণ। এ বছর প্রথম থেকেই পাটের দাম ভালো।

চাঁপাইনবাবগঞ্জের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মুহাম্মদ নজরুল ইসলাম এর কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি জানান, এ বছর জেলায় ৩০৯৫ হেক্টর জমিতে পাট চাষ হয়েছে। যা গত বছরের তুলনায় প্রায় দ্বিগুণ। জেলার সদর ও শিবগঞ্জ উপজেলায় বাকি ৫ উপজেলার মধ্যে এবার পাট চাষ বেশি।

গত বছর শেষ দিকে ভালো দাম পাবার কারণেই এবার পাট বেশি চাষ করেছিলেন চাষিরা। এবারও দাম বেশ ভালো রয়েছে। তাই চাষিরা অনেক লাভবান হবেন বলে আশা করছেন সংশ্লিষ্ট দপ্তর।

0 comments on “পাটের ভালো ফলনে খুশি চাঁপাইনবাবগঞ্জের চাষিরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ