‘নয়া ফসল না আসা পর্যন্ত দাম কমার সুযোগ নেই’:
খাদ্যপণ্যের দাম আপাতত কমার কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
তিনি বলেছেন, রবি মৌসুমের নয়া ফসল ঘরে না আসা পর্যন্ত খাদ্যপণ্যের দাম কমার কোনো সুযোগ নেই। আলু, পেঁয়াজ ও ডিমের দাম নির্ধারণ করা হলেও তা ধরে রাখা সম্ভব হয়নি।
পেঁয়াজ আমদানিতে ভারত ট্যাক্স বৃদ্ধি করায় গোটা দেশে পেঁয়াজের দাম বেড়েছে। ১৯ অক্টোবর রংপুর নগরীর লেকভিউ সিটি পার্কের নিজ বাসভবনে গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলে একথা জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী।