Sunday, 16 November, 2025

কৃষি বিষয়ক তথ্য কৃষকদের দ্বারে পৌঁছানোর আহ্বান


কৃষি রেডিও তথ্য প্রচারের অন্যতম মাধ্যম। তাই সঠিক তথ্য সরবরাহ করে তা প্রচারের ব্যবস্থা করতে হবে। এতে কৃষকের পাশাপাশি অন্যরাও উপকৃত হবেন। কৃষি বিষয়ক তথ্য কৃষকদের দ্বারে পৌঁছাতে হবে।

শনিবার (৯ জানুয়ারি) বরগুনার আমলীতে কৃষি রেডিও এর আয়োজনে ‘কৃষি তথ্য বিস্তারে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান কৃষি তথ্য সার্ভিসের প্রধান তথ্য অফিসার অঞ্জন কুমার বড়ুয়া।

এছাড়া অনুষ্ঠানে স্টেশন ম্যানেজার মো. ইছা ইকবালের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি তথ্য সার্ভিসের তথ্য অফিসার (শস্য উৎপাদন) মোহাম্মদ মারুফ, তথ্য অফিসার (কৃষি) মোহাম্মদ মঞ্জুর হোসেন এবং উপজেলা কৃষি অফিসার সি. এম. রেজাউল করিম।

আরো পড়ুন
পেঁয়াজের বাজারে ফের অস্থিরতা: সপ্তাহেই দাম বাড়লো ২০-২৫ টাকা
পেঁয়াজের দামে হঠাৎ মৌসুম শেষের অস্থিরতা

চলতি বছর দেশীয় পেঁয়াজ প্রায় পুরোটা সময়ই বাজারের চাহিদা মিটিয়েছে। তবে প্রতিবারের মতো এবারও পেঁয়াজ মৌসুমের শেষ সময়ে এসে বাজারে Read more

সুগন্ধি চাল রপ্তানির সময়সীমা বাড়লো: ৫০ প্রতিষ্ঠানের জন্য নতুন সুযোগ
রপ্তানিযোগ্য সুগন্ধি চাল

রপ্তানির সময়সীমা শেষ হওয়ার প্রায় এক মাস পর অবশেষে বাণিজ্য মন্ত্রণালয় সুগন্ধি চাল রপ্তানির সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। গত সোমবার Read more

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আঞ্চলিক কৃষি তথ্য অফিসার মো. শাহাদাত হোসেন, উপজেলা প্রাণিসম্পদ অফিসার অভিজিত কুমার মোদক, মৎস্য অফিসার হালিমা সর্দার, আমতলী সরকারি কলেজের প্রভাষক নজরুল ইসলাম তালুকদার, নজরুল স্মৃতি সংসদের নির্বাহী পরিচালক শাহাবুদ্দিন পান্না, প্রেসক্লাবের সভাপতি মো. রেজাউল করিম।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অফিসার মো. রাসেল, বাংলাদেশ বেতার বরিশালের কৃষি বিষয়ক অনুষ্ঠানের পরিচালক নাহিদ বিন রফিক, রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো. হারুন অর রশিদ এবং সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. জসিম উদ্দিন।

সেমিনারে কৃষি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মকর্তাসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ৪০ জন সাংবাদিক অংশগ্রহণ করেন। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি কৃষি রেডিও’র উপস্থাপক মো. সাইদুর রহমানকে শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবক হিসেবে সম্মাননা স্মারক প্রদান করেন।

0 comments on “কৃষি বিষয়ক তথ্য কৃষকদের দ্বারে পৌঁছানোর আহ্বান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ