Monday, 17 November, 2025

কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা: সময়সূচি প্রকাশ


২০২৫-২৬ শিক্ষাবর্ষে কৃষি গুচ্ছভুক্ত ৯টি বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার সময়সূচি ঘোষণা করা হয়েছে।

আবেদন প্রক্রিয়া:

  • অনলাইন আবেদন শুরু: ২৫ নভেম্বর, ২০২৫।

  • অনলাইন আবেদন শেষ: ১৫ ডিসেম্বর, ২০২৫।

দায়িত্বে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (গাকৃবি):

এবারের ভর্তি পরীক্ষা আয়োজন ও সমন্বয়ের দায়িত্বে রয়েছে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (গাকৃবি)। পরীক্ষার প্রযুক্তিগত ও প্রশাসনিক সব কাজ সমন্বয় করবে গাকৃবি। গত শুক্রবার বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কৃষিবিদ হেলাল উদ্দীন এই তথ্য নিশ্চিত করেছেন।

বিস্তারিত তথ্য:

ভর্তি পরীক্ষা সম্পর্কিত বিস্তারিত নির্দেশনা, আসন বিন্যাস এবং প্রবেশপত্র ডাউনলোডের তথ্য গুচ্ছের অফিশিয়াল ওয়েবসাইটে (https://acas.edu.bd) প্রকাশ করা হবে।

ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীরা যে ৯টি বিশ্ববিদ্যালয়ে সুযোগ পাবেন:

ভর্তি সংক্রান্ত আরও তথ্য জানতে বা বিশ্ববিদ্যালয়গুলো সম্পর্কে বিস্তারিত জানতে নিচের অফিশিয়াল ওয়েবসাইটগুলো দেখুন:

বিশ্ববিদ্যালয়সংক্ষিপ্ত নামওয়েবসাইট লিংক
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়বাকৃবিhttps://bau.edu.bd/
গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়গাকৃবিhttps://gau.edu.bd/
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়শেকৃবিhttps://sau.portal.gov.bd/
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়পবিপ্রবিhttps://www.pstu.ac.bd/
চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়সিভাসুhttps://www.cvasu.ac.bd/
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়সিকৃবিhttps://www.sau.ac.bd/
খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়খুকৃবিhttps://kau.ac.bd/
হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়হাকৃবিhttps://www.hau.ac.bd/
কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ককৃবিhttps://kuriau.edu.bd/

0 comments on “কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা: সময়সূচি প্রকাশ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ