Wednesday, 03 September, 2025

আমের মাছি (Mango Fruit Fly) পোকা।


আমের ক্ষতিকর পোকা হলো আমের মাছি পোকা। মাছি পোকা দ্বারা পরিপক্ব আম আক্রান্ত হয়ে থাকে। অপরিপক্ক আমেও এ ধরণের আক্রমন দেখা যায় তবে সেটা মাছি পোকা না।

চলুন এই পোকা সম্পর্কে জেনে নেওয়া যাক। প্রচলিত জাত সহ প্রায় সকল জাতের আমে এ পোকার আক্রমন দেখা যায়।

মাছি পোকায় আমের ক্ষতির ধরণ

আরো পড়ুন
ক্ষুরা রোগ নিয়ন্ত্রণে করণীয়: খামারি ও কৃষকের জন্য জরুরি নির্দেশিকা

ক্ষুরা রোগ বা ফুট অ্যান্ড মাউথ ডিজিজ (FMD) একটি অত্যন্ত সংক্রামক ভাইরাসজনিত রোগ, যা গরু, মহিষ, ছাগল, ভেড়া ও শুকরের Read more

কাজু ও কফি: যেভাবে বদলে যাচ্ছে পাহাড়ের অর্থনীতি

পাহাড়ের কৃষিতে নতুন সম্ভাবনা তৈরি করেছে কাজু বাদাম ও কফি চাষ। একসময় আমদানিনির্ভর এই দুটি ফসল এখন দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ Read more

উইভিল বা ভোমরার স্ত্রী পোকা কাঁচা আমের গায়ে ডিম পাড়ে। স্ত্রী পোকা অভিপজিটরের সাহায্যে গাছে থাকা অবস্থায় পাকা বা পরিপক্ক আমের গা চিরে ডিম পাড়ে অর্থাৎ খোসার নিচে ডিম পাড়ে।

আক্রান্ত স্থান থেকে অনেক সময় রস বের হয়। বাইরে থেকে দেখে কোনটি আক্রান্ত আম তা ঝুঝা যায় না। এ পোকার কীড়া পাকা আমের মধ্যে প্রবেশ করে শাঁস খেয়ে ফেলে। এতে ফল পচে যায় ও ঝরে পড়ে। আক্রান্ত আম কাটলে ভেতের সাদা রঙের অসংখ্য কীড়া দেখা যায়।

সাধারণত এ পোকা আমের ওপর এবং নিচ উভয় অংশে আক্রমণ করে। পোকার আক্রমণ বেশি হলে গাছের সব আম খাওয়ার অনুপযোগী হয়ে যেতে পারে।

আমের মাছি পোকা প্রতিকার বা দমন ব্যবস্থাপনা

গাছে আম সম্পূর্ণ পাকার আগেই পেড়ে আনতে হবে। আক্রান্ত আম সংগ্রহ করে মাটির নিচে গভীর গর্ত করে পুঁতে ফেলতে হবে।

আম পরিপক্ব ও পাকার মৌসুমে আম বাগানে ব্লিচিং পাউডার প্রতি লিটার পানিতে ৫ গ্রাম হারে স্প্রে করা যেতে পারে।

আমের মাছি দমনে জৈব দমন পদ্ধতি

সেক্স ফেরোমন ফাঁদ ব্যবহার করা যেতে পারে। এতে প্রচুর পুরুষ পোকা মারা যাবে এবং বাগানে মাছি পোকার আক্রমণ কমে যাবে।

মাছি পোকা তাড়াতে ফেরোমন ট্র্যাপ

আম পরিপক্ব হওয়ার সময় প্রতিটি আম কাগজ (ব্রাউন পেপার) দ্বারা মুড়িয়ে দিলে আমকে মাছি পোকার আক্রমণ থেকে রক্ষা করা যাবে।

রাসায়নিক পদ্ধতিতে আমের মাছি দমন

পাকা আমের সাথে কার্বারিল জাতীয় কীটনাশক মিশিয়ে বিষটোপ বানিয়ে বাগানের বিভিন্ন জায়গায় রাখলে মাছি পোকা দমন করা সম্ভব।

এছাড়া সাইপারমেথ্রিন, ডায়াজিনন, কার্বারিল, ক্লোরোপাইরিফস জাতীয় কীটনাশক স্প্রে করে মাছি পোকা দমন করা যেতে পারে।

ভাল আম চেনার উপায় নিয়ে জানতে বিস্তারিত- ভাল আম চেনার উপায় কি ?

0 comments on “আমের মাছি (Mango Fruit Fly) পোকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ