Monday, 12 January, 2026

রেবিস প্রতিরোধে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন


রেবিস নিয়ন্ত্রণ ও প্রতিরোধে সম্মিলিত পদক্ষেপের ওপর গুরুত্বারোপ করে অনুষ্ঠিত হলো “রেবিস: বর্তমান অবস্থা ও প্রতিরোধ” শীর্ষক একটি প্রযুক্তিগত সেমিনার। রাজধানীতে আয়োজিত এ অনুষ্ঠানের আয়োজন করে এ সি আই অ্যানিম্যাল হেলথ। সেমিনারে উপস্থিত ছিলেন সরকারি বিভিন্ন দপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তা, দেশের খ্যাতনামা বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞ, পশু চিকিৎসক ও সংশ্লিষ্ট পেশাজীবীরা।

সেমিনারে Bioveta-এর প্রতিনিধি তাদের প্রতিষ্ঠানের রেবিস ভ্যাকসিনের গুণগত মান, কার্যকারিতা এবং বর্তমান প্রযুক্তির ব্যবহার নিয়ে গুরুত্বপূর্ণ উপস্থাপনা করেন।


বিশেষজ্ঞরা তাদের আলোচনায় রেবিস সংক্রমণের বর্তমান পরিস্থিতি, সংক্রমণের পথ, নিয়ন্ত্রণ ও প্রতিরোধে টিকাদানের অপরিহার্য ভূমিকা তুলে ধরেন।

আরো পড়ুন
শীতে আলুর মড়ক বা নাবি ধসা রোগ: ফসল রক্ষায় কৃষকের করণীয়
আলুর মড়ক বা নাবি ধসা (Late Blight) রোগের চিত্র

শীতের মৌসুমে আলুর ফলন নিয়ে যখন কৃষক স্বপ্ন দেখতে শুরু করেন, ঠিক তখনই বড় বাধা হয়ে দাঁড়াতে পারে ‘নাবি ধসা’ Read more

মাগুরায় সরিষা ফুলের মধু চাষে সফল বাবা-ছেলে: দেশজুড়ে বাড়ছে চাহিদা
মাগুরায় সরিষা ফুলের মধু চাষে সফল বাবা-ছেলে

মাগুরা মাগুরার দিগন্তজোড়া হলুদ সরিষার মাঠ এখন কেবল নয়নাভিরাম দৃশ্যই নয়, বরং স্থানীয় কৃষকদের জন্য আশার আলো হয়ে দাঁড়িয়েছে। সরিষা Read more

বক্তারা বলেন, রেবিস প্রতিরোধে One Health Approach-এর মাধ্যমে মানুষ, প্রাণী ও পরিবেশের সমন্বিত অংশগ্রহণ নিশ্চিত করা জরুরি। বিশেষ করে পোষা প্রাণী ও পথপ্রাণীদের নিয়মিত টিকাদান রেবিস নির্মূলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মত দেন তারা।

অনুষ্ঠানের সভাপতি প্রফেসর ড. নীতীশ চন্দ্র দেবনাথ  সমাপনী বক্তব্যে এ সি আই অ্যানিম্যাল হেলথ-এর এ ধরনের সময়োপযোগী উদ্যোগের প্রশংসা করেন। তিনি বলেন, “রেবিস নির্মূলে সরকারি-বেসরকারি সংস্থা, বিশেষজ্ঞ এবং সাধারণ জনগণের সম্মিলিত প্রয়াসই সফলতা বয়ে আনবে।” একইসঙ্গে তিনি রেবিস প্রতিরোধে ব্যাপক সচেতনতা তৈরির ওপর জোর দেন।

সেমিনারে অংশগ্রহণকারী অতিথি ও বিশেষজ্ঞদের অভিমত, নির্দেশনা ও পরামর্শ রেবিস মুক্ত ভবিষ্যৎ গড়তে সবাইকে আরও অনুপ্রাণিত করবে বলে আশাবাদ ব্যক্ত করেন আয়োজকরা।

রেবিস প্রতিরোধ সম্ভব। সচেতন হই, নিয়মিত টিকাদান নিশ্চিত করি।

0 comments on “রেবিস প্রতিরোধে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ