Monday, 12 January, 2026

রেবিস প্রতিরোধে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন


রেবিস নিয়ন্ত্রণ ও প্রতিরোধে সম্মিলিত পদক্ষেপের ওপর গুরুত্বারোপ করে অনুষ্ঠিত হলো “রেবিস: বর্তমান অবস্থা ও প্রতিরোধ” শীর্ষক একটি প্রযুক্তিগত সেমিনার। রাজধানীতে আয়োজিত এ অনুষ্ঠানের আয়োজন করে এ সি আই অ্যানিম্যাল হেলথ। সেমিনারে উপস্থিত ছিলেন সরকারি বিভিন্ন দপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তা, দেশের খ্যাতনামা বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞ, পশু চিকিৎসক ও সংশ্লিষ্ট পেশাজীবীরা।

সেমিনারে Bioveta-এর প্রতিনিধি তাদের প্রতিষ্ঠানের রেবিস ভ্যাকসিনের গুণগত মান, কার্যকারিতা এবং বর্তমান প্রযুক্তির ব্যবহার নিয়ে গুরুত্বপূর্ণ উপস্থাপনা করেন।


বিশেষজ্ঞরা তাদের আলোচনায় রেবিস সংক্রমণের বর্তমান পরিস্থিতি, সংক্রমণের পথ, নিয়ন্ত্রণ ও প্রতিরোধে টিকাদানের অপরিহার্য ভূমিকা তুলে ধরেন।

আরো পড়ুন
মাগুরায় সরিষা ফুলের মধু চাষে সফল বাবা-ছেলে: দেশজুড়ে বাড়ছে চাহিদা
মাগুরায় সরিষা ফুলের মধু চাষে সফল বাবা-ছেলে

মাগুরা মাগুরার দিগন্তজোড়া হলুদ সরিষার মাঠ এখন কেবল নয়নাভিরাম দৃশ্যই নয়, বরং স্থানীয় কৃষকদের জন্য আশার আলো হয়ে দাঁড়িয়েছে। সরিষা Read more

কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা: পরীক্ষার্থীদের সহায়তায় বাকৃবির ডিজিটাল উদ্ভাবন ‘হল ফাইন্ডার’
কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা

ময়মনসিংহ আগামী ৩ জানুয়ারি অনুষ্ঠিতব্য কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের যাতায়াত ও আসন বিন্যাস সহজতর করতে ‘বাউ এক্সাম হল Read more

বক্তারা বলেন, রেবিস প্রতিরোধে One Health Approach-এর মাধ্যমে মানুষ, প্রাণী ও পরিবেশের সমন্বিত অংশগ্রহণ নিশ্চিত করা জরুরি। বিশেষ করে পোষা প্রাণী ও পথপ্রাণীদের নিয়মিত টিকাদান রেবিস নির্মূলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মত দেন তারা।

অনুষ্ঠানের সভাপতি প্রফেসর ড. নীতীশ চন্দ্র দেবনাথ  সমাপনী বক্তব্যে এ সি আই অ্যানিম্যাল হেলথ-এর এ ধরনের সময়োপযোগী উদ্যোগের প্রশংসা করেন। তিনি বলেন, “রেবিস নির্মূলে সরকারি-বেসরকারি সংস্থা, বিশেষজ্ঞ এবং সাধারণ জনগণের সম্মিলিত প্রয়াসই সফলতা বয়ে আনবে।” একইসঙ্গে তিনি রেবিস প্রতিরোধে ব্যাপক সচেতনতা তৈরির ওপর জোর দেন।

সেমিনারে অংশগ্রহণকারী অতিথি ও বিশেষজ্ঞদের অভিমত, নির্দেশনা ও পরামর্শ রেবিস মুক্ত ভবিষ্যৎ গড়তে সবাইকে আরও অনুপ্রাণিত করবে বলে আশাবাদ ব্যক্ত করেন আয়োজকরা।

রেবিস প্রতিরোধ সম্ভব। সচেতন হই, নিয়মিত টিকাদান নিশ্চিত করি।

0 comments on “রেবিস প্রতিরোধে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ