Friday, 27 December, 2024

সর্বাধিক পঠিত

ঘূর্ণিঝড় পরবর্তী প্রভাবে ক্ষয়ক্ষতির মুখোমুখি সবজি ও ফুল চাষি


ঘূর্ণিঝড় ‘জাওয়াদ’ খুব বেশি না হলেও যথেষ্ট প্রভাব রেখে গেছে। ঘূর্ণিঝড় পরবর্তী প্রভাবে ক্ষয়ক্ষতির মুখোমুখি যশোরের চাষিরা। বড় ধরণের ক্ষতির আশঙ্কা করা হচ্ছে ধান, সরিষা, মসুর, গোলআলু, পেঁয়াজ, মরিচসহ বিভিন্ন শস্য চাষে। ঘূর্ণিঝড় পরবর্তী প্রভাবে ক্ষয়ক্ষতির ফলে জেলার ফুল চাষিদের এখন মাথায় হাত।

জেলার বিভিন্ন এলাকার চাষিরা জানান যে, আমন ওঠার এই সময়ে হঠাৎ ঝড়ো বাতাস ও বৃষ্টির ফলে ধান গাছ মাটিতে পড়ে গেছে।

যেসব ধান চাষিরা এখনও কেটে ঘরে তুলতে পারেননি।

আরো পড়ুন
কোয়েল পাখি (quail birds) পালন পদ্ধতি

কোয়েল পাখি পালন বর্তমানে বেশ জনপ্রিয়তা লাভ করেছে, কারণ এটি অল্প জায়গায় এবং কম খরচে করা যায়। নিচে কোয়েল পাখি Read more

কিভাবে বাসায় বাজরিগার (Budgerigar Bird) পাখির যত্ন নিবেন?

বাজরিগার পাখি পালন করার জন্য সঠিক পরিচর্যা, সুষম খাবার, ও একটি উপযুক্ত পরিবেশ নিশ্চিত করা গুরুত্বপূর্ণ। বাজরিগার পাখি বাসায় পালন Read more

তাছাড়াও যে সকল চাষিরা বোরোর বীজতলা তৈরি করেছিলেন তারাও আছেন বড় দুশ্চিন্তায়।

সিংহঝুলি গ্রামের কৃষক আব্দুস সাত্তার মন্ডল।

তিনি বলেন, তার পশ্চিম পাড়া মাঠে কেটে রাখা ধান পানির নিচে ডুবে গেছে।

সেই সাথে বোরোর আগাম বীজতলাও তলিয়ে গেছে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুসারে, জলাবদ্ধতার কারণে জেলায় ২৫৬ হেক্টর গোলআলু ক্ষতিগ্রস্ত হয়।

সেই সাথে ৪ হাজার ১৬৩ হেক্টর মসুর, ২০০ হেক্টর মটরশুটি, ৯ হাজার ৯১০ হেক্টর সরিষা, ৪ হাজার ৬৫০ হেক্টর বিভিন্ন ধরনের সবজি ক্ষতিগ্রস্ত হয়।

অন্যদিকে ১৭৫ হেক্টর পেঁয়াজ, ৩০০ হেক্টর মরিচ ক্ষতিগ্রস্ত হয়েছে।

অধিদপ্তর আরো জানায়, মোট চাষ করা হয়েছে ১ লাখ ৩৮ হাজার ৯৪৫ হেক্টর জমি।

এর মধ্যে ৪ হাজার ১৬৮ হেক্টর জমির কাটা ধান পানিতে তলিয়ে গেছে।

যদি দ্রুত পানি সরে না যায় তবে আরও বৃষ্টি হলে ক্ষয়ক্ষতি বাড়বে’

ক্ষতিগ্রস্ত হয়েছেন ফুল চাষিরা

ফ্লাওয়ার সোসাইটির তথ্য অনুসারে, যশোরের ঝিকরগাছা ও শার্শা উপজেলার ৭৫টি গ্রামে প্রায় ৬ হাজার ফুলচাষির বসবাস।

শত শত হেক্টর জমিতে বিভিন্ন জাতের ফুলের চাষ করেন ‍তারা।

তাদের চাষ করা ফুলের মধ্যে থাকে গোলাপ, গাঁদা, রজনীগন্ধা, জারবেরা, ডেইজ জিপসি, ডালিয়া, গ্লাডিওলাস, কসমস ও চন্দ্রমল্লিকাসহ বিভিন্ন প্রজাতির ফুলের সমাহার।

ঘূর্ণিঝড়ের প্রভাবে টানা বর্ষণ হয়, যার কারণে সৃষ্ট জলাবদ্ধতায় বড় ক্ষতির মুখে পড়েছেন এসব ফুল চাষিরাও।

ঝিকরগাছা উপজেলা কৃষি অফিসের তথ্য কর্মকর্তা উপসহকারী মাসুদ হোসেন পলাশ।

তিনি জানান যে, গোলাপ ও রজনীগন্ধা প্রায় শেষের পথে।

তবে গাঁদা ফুলের ৫০ হেক্টর জমির মধ্যে ২৫ হেক্টর এবয়  গ্লাডিওলাস এর ২১২ হেক্টরের মধ্যে ১০৫ হেক্টর জমির ফুল পানিতে ডুবে গেছে।

তার মতে গাঁদা ফুল পানিতে সব নষ্ট হলেও কিছু চারা থেকে আবার ফুল আশা করা যায়।

কিন্তু  গ্লাডিওলাস ফুল সব নষ্ট হয়ে যাবে।’

ফ্লাওয়ার সোসাইটির সভাপতি জনাব আব্দুর রহিম।

তিনি বলেন, ফুল চাষের জন্য শেড তৈরি করা হয়।

যাদের ভালো শেড আছে তাদের ফুলও ভাল আছে।

কিন্তু ভালো শেড থাকা চাষির সংখ্যা নগন্য।

0 comments on “ঘূর্ণিঝড় পরবর্তী প্রভাবে ক্ষয়ক্ষতির মুখোমুখি সবজি ও ফুল চাষি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *