Tuesday, 16 September, 2025

কৃষি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষা ১২ এপ্রিল


ঢাকা, ৯ এপ্রিল ২০২৪: আগামী ১২ এপ্রিল বিকেল ৩টায় কৃষি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (৮ এপ্রিল) সন্ধ্যায় অনলাইন প্ল্যাটফর্ম জুমে কৃষি গুচ্ছের কেন্দ্রীয় কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

কৃষি গুচ্ছের কেন্দ্রীয় কমিটির সদস্যসচিব ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. হেলাল উদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, “সভায় সর্বসম্মতভাবে সিদ্ধান্ত হয়েছে যে ভর্তি পরীক্ষা নির্ধারিত সময়েই (১২ এপ্রিল, বিকেল ৩টা থেকে ৪টা) অনুষ্ঠিত হবে। পরীক্ষার্থীদের পরীক্ষার সময়সূচি এসএমএসের মাধ্যমে আবারও জানানো হবে। এছাড়া, একজন পরীক্ষার্থী শুধুমাত্র নিজস্ব কেন্দ্রেই পরীক্ষা দিতে পারবেন, অন্য কেন্দ্রে যাওয়ার সুযোগ থাকবে না।”

পরীক্ষাকেন্দ্রসমূহ:

আরো পড়ুন
ফিলিপাইনের কালো আখ চাষ হচ্ছে নরসিংদীতে পাচ্ছেন সফলতা
নরসিংদীতে ফিলিপাইনের কালো আখ ক্ষেত

সাধারণত নরসিংদীতে আখ চাষ খুব বেশি হয় না। তবে সেই ধারণা পাল্টে দিয়েছেন দুই কৃষি উদ্যোক্তা— মহসিন ও মারুফ। ফিলিপাইনের Read more

ভেনামী (Vannamei Shrimp) চিংড়ি চাষে পোষ্ট লার্ভা PL15 সাইজ নির্ধারণের গুরুত্ব

বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে চিংড়ি চাষ একটি গুরুত্বপূর্ণ আয়ের উৎস। সাম্প্রতিক বছরগুলোতে ভ্যানামি / ভেনামি (Litopenaeus vannamei) চিংড়ি চাষের প্রতি আগ্রহ Read more

দেশের ৯টি কৃষি বিশ্ববিদ্যালয়ে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। কেন্দ্রগুলো এবং ওয়েবসাইট লিঙ্ক
হলো:

    1. বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (BAU), ময়মনসিংহ
      🔗 https://www.bau.edu.bd
    2. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় (BSMRAU), গাজীপুর
      🔗 https://www.bsmrau.edu.bd
    3. শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (SAU), ঢাকা
      🔗 https://www.sau.edu.bd
    4. পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (PSTU), পটুয়াখালী
      🔗 https://www.pstu.ac.bd
    5. চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (CVASU), চট্টগ্রাম
      🔗 https://www.cvasu.ac.bd
    6. সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় (SAU), সিলেট
      🔗 https://www.sau.ac.bd
    7. খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় (KAU), খুলনা
      🔗 https://www.kau.edu.bd
    8. হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় (HAU), হবিগঞ্জ
      🔗 https://www.hau.ac.bd
    9. কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় (KgrAU), কুড়িগ্রাম
      🔗 https://www.kgau.ac.bd

পরীক্ষার্থীদের অনুরোধ করা হয়েছে নিয়মিতভাবে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ও অফিসিয়াল নোটিশগুলো পর্যবেক্ষণ করতে।

তথ্যসূত্র: কৃষি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

0 comments on “কৃষি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষা ১২ এপ্রিল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ