Sunday, 05 January, 2025

সর্বাধিক পঠিত

অতিরিক্ত দামে প্রয়োজনীয় সার বিক্রয়ের অভিযোগ


কৃষি কর্মকর্তারা জানান, তরমুজ ও বোরো ধান চাষে ইউরিয়া, পটাশ, ড্যাব সারের প্রয়োজন হয় বেশি।

৫০ কেজির প্রতি বস্তা ইউরিয়া সারে সরকার–নির্ধারিত মূল্য ৮০০ টাকা।

অন্যদিকে পটাশ এর বস্তাপ্রতি মূল্য ৭৫০ টাকা ও ড্যাব এর বস্তাপ্রতি মূল্য  ৮০০ টাকা।

বটিয়াঘাটা ও দাকোপ এলাকার কয়েকজন কৃষকের সঙ্গে এ ব্যাপারে কথা হয়।

তারা জানান, ইউরিয়া সারের বস্তা ৯৫০ থেকে ১০০০ টাকায় কিনছেন তারা।

আর পটাশ ও ডিএপি সারের বস্তা প্রতি দাম গুণছেন ১ হাজার ২০০ টাকা করে।

কৃষকদের অভিযোগ, সার সংকট দেখিয়ে ব্যবসায়ীরা দাম বাড়াচ্ছেন।

তা ছাড়া বিক্রয়ের ক্ষেত্রে কোনো রশিদও দেওয়া হচ্ছে না।

তারা আরও অভিযোগ করেন বেশি দাম রাখার প্রতিবাদ করলে তাঁর কাছে সার বিক্রি বন্ধ রেখেছেন ব্যবসায়ীরা।

এ অবস্থায় সার্বিকভাবে অতিরিক্ত দাম দিয়েই সার কিনতে তারা বাধ্য হচ্ছেন।

অতিরিক্ত দামে সার কেনার অভিযোগ করে কৃষকেরা জানান এ বিষয়ে কৃষি কর্মকর্তারা কোন পদক্ষেপ নিচ্ছেন না।

এমনকি তারা কোন প্রকার সহযোগিতা করছেন না বলেও তারা জানান।

বটিয়াঘাটা উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. রবিউল ইসলাম।

তিনি জানান, সারের কোন সংকট নেই।

কেউ যেন অতিরিক্ত দামে সার বিক্রি না করে  সে জন্য নিয়মিত নজরদারি করা হচ্ছে বলে তিনি জানান।

দাকোপ উপজেলা কৃষি কর্মকর্তা মেহেদী হাসান খান।

তিনি উল্টো অভিযোগ করেন অনেক কৃষক সরকারি সার নিতে চান না।

সরকারির চেয়ে বিভিন্ন কোম্পানির সার কিনতেই তারা বেশি পছন্দ করেন।

সে ক্ষেত্রে হয়তো ব্যবসায়ীরা কিছুটা বেশি দামে সার বিক্রি করতে পারেন বলে তার অভিমত।

বেশি দামে সার কেনার ব্যাপারে কেউ অভিযোগ করেননি বলে তিনি জানান।

0 comments on “অতিরিক্ত দামে প্রয়োজনীয় সার বিক্রয়ের অভিযোগ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *