Thursday, 28 March, 2024

সর্বাধিক পঠিত

রৌমারীতে অসহায় ও দুস্থদের মাঝে ইদ সামগ্রী বিতরণ


রৌমারীতে অসহায় ও দুস্থ মানুষের মাঝে ইদ সামগ্রী বিতরণ করেছে দেশের বিভিন্ন কৃষি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের সংগঠন ‘এগ্রিকালচারাল স্টুডেন্টস এসোসিয়েশন অব রৌমারী’।

সোমবার (১০ মে) রৌমারীর বিভিন্ন এলাকায় ৮০ টি পরিবারের মধ্যে ওই ইদ সামগ্রী বিতরণ করে সংগঠনটির সদস্যরা।

এদিকে করোনা দুঃসময়ে ঈদের আগে সেমাই, চিনি, দুধ, সাবান, তেল, সবজি বীজ উপহার পেয়ে খুশি রৌমারীর দুস্থ ও অসহায় মানুষেরা।

আরো পড়ুন
নর্থ বেঙ্গল ইন্টারন‍্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভাইস চ‍্যান্সেলর অধ্যাপক ড. বিধান চন্দ্র দাস

মহামান্য রাষ্টপতি ও চ্যান্সেলর এঁর অনুমোদনক্রমে নর্থ বেঙ্গল ইন্টারন‍্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভাইস চ‍্যান্সেলর হিসেবে অধ্যাপক ড. বিধান চন্দ্র দাস কে Read more

বাকৃবি’র নতুন উপাচার্য অধ্যাপক ড. এমদাদুল হক চৌধুরী

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন ভেটেরিনারি সায়েন্স অনুষদের প্যাথলজি বিভাগের অধ্যাপক ড. এমদাদুল হক চৌধুরী। বুধবার Read more

‘এগ্রিকালচারাল স্টুডেন্টস এসোসিয়েশন অব রৌমারী’ এর সভাপতি মো. মেহেদি হাসান জাকির বলেন, রৌমারীর দুস্থ ও কর্মহীন মানুষের সাথে ইদের আনন্দ ভাগাভাগি করতে আমরা এ উদ্যোগ নিয়েছি।

তিনি আরও বলেন, আমাদের সংগঠনের সিনিয়র চাকুরীজীবী বড় ভাইবোন এবং চলমান শিক্ষার্থীরা এই কর্মসূচিতে সার্বিক সহযোগিতা করেছেন। আমরা রৌমারীর বিভিন্ন এলাকার ৮০ টি পরিবারে ইদ সামগ্রী বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছি।

0 comments on “রৌমারীতে অসহায় ও দুস্থদের মাঝে ইদ সামগ্রী বিতরণ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *